নূরানী / মক্তব
নূরানী / মক্তব ( ফোরকানিয়া )
বৈশিষ্ট্য ও সেবা সমূহঃ- নূরানী পদ্ধতিতে পবিত্র কোরআন সহীহ শুদ্ধ ভাবে তেলাওয়াত শিক্ষা দান।
- তাজবীদের নিয়মাবলী শিক্ষা দান ও তার বাস্তব অনুশীলন।
- মুসলিম হিসেবে দৈনন্দিন জীবনের জরুরি মাসয়ালা ও গুরুত্ব পূর্ণ সহীহ হাদিস শিক্ষা দেয়া হয়।
- ফোরকানিয়া (নূরানী /মক্তব ) পড়ার সাথে সাথে তৃতীয় শ্রেণী পর্যন্ত বাংলা, গণিত ও ইংরেজি শিক্ষা দেয়া হয়।
- সাংস্কৃতিক বিষয়ক প্রশিক্ষণ ও প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ দেয়া হয়।
- বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রশিক্ষণ ও অংশগ্রহণ।
নূরানী / মক্তব ( আবাসিক /অনাবাসিক )
সালাত যেমনি ফরজ , সালাতের জন্য তেমনি সহীহ শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত তেমনি ফরজ। রওজাতুস সালিহীন আলিম মাদ্রাসার একটি উল্লেখ যোগ্য বিভাগ ফোরকানিয়া ( নূরানী / মক্তব ), যেখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা সহীহ শুদ্ধ ভাবে কোরআন (নাজেরা ), গুরুত্ব পূর্ণ হাদিস , জরুরি মসলা -মাসায়েল এবং আধুনিক যুগউপযোগী বিষয় (বাংলা, ইংরেজি, গণিত) শিক্ষা দেয়া হয়। এবং পরবর্তীতে বয়স অনুযায়ী উপযুক্ত শ্রেণীতে ভর্তি করা হয়। যাতে করে শিক্ষার্থীরা কোরআন শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় সমান অবদান রাখতে পারে।