মাদ্রাসা পরিচিতি
সংক্ষিপ্ত পরিচিতি ও অবদান
বর্তমান চালু বিভাগ বা সেবাসমূহঃ- রওজাতুস সালিহীন ফাজিল মাদ্রাসা
- রওজাতুস সালিহীন ইয়াতীমখানা
- রওজাতুস সালিহীন মহিলা শাখা
- রওজাতুস সালিহীন হিফজ বিভাগ
- রওজাতুস সালিহীন ফোরকানিয়া (নূরানী পদ্ধতি)
- রওজাতুস সালিহীন লাইব্রেরী
- রওজাতুস সালিহীন ইফতা বিভাগ
- রওজাতুস সালিহীন জামে মসজিদ
মুহতারাম
আসসালামু আলাইকুম
ভূমিকা: রওজাতুস সালিহীন মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ । আপনি হয়ত অবগত আছেন যে, বৃহত্তম ঢকা-নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা (বিশ্বরোড ও নতৃন স্টেডিয়াম সংলগ্ন) অবস্থিত রওজাতুস সালিহীন মাদ্রাসা ১৯৯৫ খ্রি. জুন মাসে প্রতিষ্ঠা লাভ করেছে। সুশিক্ষাই জাতির মেরুদন্ড আর ধর্মহীন কর্মশিক্ষা ও কর্মহীন ধর্মশিক্ষা কোনটাই মুলমানদের ব্যক্তি ও জাতীয় জীবনে কল্যাণ বয়ে আনতে পারেনা। ধর্ম ও কর্ম শিক্ষার সমন্বয় সাধনের মাধ্যমে তথা তাদের বিশুদ্ধ আকীদা, সহীহ আমল উন্নত আখলাক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞানসহ দুনিয়াবি বিভিন্নমুখী প্রতিভা বিকাশের মাধ্যমে প্রতিষ্ঠিত জাতি হিসেবে আত্মপরিচয় পেশ করতে পারে । আর এ অভাবের কারণে শিক্ষাঙ্গনসহ গোটা জাতি লক্ষ্যচ্যুৎ হয়ে দিশেহারা অবস্থায় পথহারা মানুষের মত ঘুরপাক খাচ্ছে। ফলে বিদ্যাপিঠ সমূহে আদর্শ সুনাগরিক উপহার দিতে ব্যর্থ হচ্ছে। এ অভাব পূরণ করার জন্যই এ প্রতিষ্ঠান তার যাত্রা শুরু করেছে । অতএব আপনার আদরের সন্তানকে কাঙ্খিত মানে পৌছনোর লক্ষে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করার জন্য আহ্বান করছি।