• CODE:19053
  • EIIN:112474
  • Time:
  • Sunrise:6:38:07 AM
  • Sunset:5:18:39 PM
  • CODE: 19053
  • 6:38:07 AM
  •    

  • EIIN: 112474
  • 5:18:39 PM
  •    

    আলিম শ্রেণিতে ভর্তি চলছে২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে। পছন্দের তালিকায় প্রথমেই নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রওজাতুস সালিহীন ফাজিল মাদ্রাসার নাম রাখুন। যারা এখনো অনলাইনে আবেদন করতে পারেনি তারা আমাদের মাদ্রাসায় আসলে আবেদন করে দেয়া হবে। ইনশা আল্লাহ। আর যারা আবেদন করেছেন কিন্তু মাদ্রাসা পরিবর্তন করতে যাচ্ছেন তারাও আমাদের মাদ্রাসার নাম প্রথম পছন্দের তালিকায় রাখুন। আমাদের কাছে আসলে অনলাইনে আবেদন আপডেট আমরাই করে দিবো। ইনশা আল্লাহ। অনলাইনে মাদ্রাসার নাম যেভাবে সিলেক্ট করবেন। Board: Madrasah District: Narayanganj Thana: Fatulla Institute name: Rowjatus Salehin Alim Madrasah আর নয় দেরি, আবেদন করুন এখুনি। সরাসরি যোগাযোগ করুন অধ্যক্ষ মহোদয়ের সাথে- 01712-096272 অথবা মেসেজ করুন পেজের মাধ্যমে।

    হিফজুল কুরআন

    Sec Bottom Mockup
    Service Detail Image

    হিফজুল কুরআন

    বৈশিষ্ট্য ও সেবা সমূহঃ
    • নূরানী / মক্তব থেকে শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচন করে হিফজ বিভাগে ভর্তি নেয়া হয়।
    • আমাদের হিফজুল কোরআন বিভাগ, কওমী মাদ্রাসা বোর্ড - বেফাকের অধীনে পরিচালিত।
    • প্রতিদিনের সবক, সাত সবক, আমুক্তা ও তেলাওয়াত সঠিকভাবে সম্পন্ন করা হয়।
    • কোরআন হিফজ করার সাথে সাথে পঞ্চম শ্রেণীর সকল বিষয় শিক্ষা দেয়া হয়।
    • সাংস্কৃতিক বিষয়ক প্রশিক্ষণ ও প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ দেয়া হয়।
    • বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রশিক্ষণ ও অংশগ্রহণ।
    • আন্তর্জাতিক ক্বারীদের তেলাওয়াত (কেরাত ও হদর ) মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হয়।
    • দেশের বিভিন্ন স্থানে কুরআন প্রতিযোগিতায় অংশ নেয়ার সু-ব্যবস্থা করা হয়।

    হিফজুল কুরআন (আবাসিক)

    পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র আল কোরআন। শ্রেষ্ঠ মানুষ হতে হলে কোরআন অনুযায়ী জীবন গঠন করতেই হবে। সে ক্ষেত্রে কোরআন হিফজ করা একটি গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে। আমরা মাদ্রাসার শুরু লগ্ন থেকে হিফজুল কোরআন বিভাগ অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছি। হিফজের পাশাপাশি শিক্ষার্থীরা যেন আধুনিক শিক্ষায় পিছিয়ে না থাকে, সে জন্য বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে সরাসরি সমাপনী পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ করে দেয়া হয়।

    - Copyright 2024. Developed by